সম্প্রতি কঙ্গনা রানাউতের গালে কষানো হয়েছে বিরাশি সিক্কার চড়। এও একটা হিংসা বৈকি! তা নিয়ে বাঙালি দুটো গোষ্ঠীতে বিভক্ত হয়ে গিয়েছে – একদল সরাসরি সমর্থন জানিয়েছেন পৈশাচিক উল্লাসে আর আরেকদল নিন্দায় মুখর হয়েছেন। কিন্তু হিংসা দিয়ে কি সমস্ত সমস্যার সমাধান সম্ভব ?
by অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায় | 14 June, 2024 | 789 | Tags : Violence Elections Kangana Ranaut